Be Expert! Share Your Knowledge.

MyformBD Notice

আমাদের সাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।নিত্য নতুন ট্রিক পেতে আমাদের সাথেই থাকুন। See More...
সাইটে ভিজিট করার জন্য ( ধনবাদ )
Home» uncetegoryed » জেনে নিন বার কোড এবং কিউ আর কোড এর সবকিছু !!!

জেনে নিন বার কোড এবং কিউ আর কোড এর সবকিছু !!!

Open Download Site

প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ MyformBD.Ga এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য একদম নতুন একটা টপিক। আর কথা বাড়াবো না কাজের কথায় আসি । বার কোড এবং কিউ আর কোড আমাদের দৈনন্দিন জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ক্রয়কৃত প্রায় প্রতিটি পণ্যের প্যকেটেই বার কোড বা কিউ আর কোড দেয়া থাকে; যা আমরা লক্ষই করি না। আজ আমি এই দুই কোড সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো। বারকোড (Barcode): বারকোড হলো মেশিনে তৈরি এক প্রকারের সাংকেতিক কোড। বার কোডকে সোর্স কোডও বলা হয়; যার জনক বিঙ্গানী মোর্স। বড় বড় শপিং মলে শপিং করতে গেলে দেখবেন জিনিসের সাথে লাগানো ছোট্ট কাগজ যেখানে দাম লেখা আছে তার একটু উপরেই কালো কালো কিছু দাগ দেয়া থাকে। এটাই হলো বারকোড। একটি ছোট্ট যন্ত্র কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকে যার মধ্যে থাকে লাল আলো বের হয়; সেই আলোকে কালো কালো দাগগুলোর উপরে ধরলেই কম্পিউটারে জিনিসটির নাম ও মূল্য চলে আসে। মূলত বড় কোনো হিসাব করতে যাতে ভূল না হয়ে যায় সে জন্য বার কোড ব্যবহার করা হয়। বেশ কিছু ওয়েবসাইট আছে যাদের মাধ্যমে বারকোড তৈরি করা যায় এবং রিড করা যায়। ১৯৬০ সাল থেকে ব্যবসায়িক কাজে বারকোড ব্যবহার শুরু হয়। নির্ভুলভাবে খুব দ্রুততার সাথে পণ্য চিহ্নিত করতে এবং তথ্য সংরক্ষণ করতে বারকোড ব্যবহার করা হয়। কিউ আর কোড (QR Code) : QR code বা কুইক Responce কোড এক ধরণের ম্যাট্রিকস /2d বারকোড। সহজে বলেত গেলে এটি আমাদের বহু পরিচিত বারকোডের উন্নত সংস্করণ । QR কোডে মেসেজ, নম্বর বা অক্ষর দিয়ে তৈরী ডেটা, সাইটের ইউ-আর-এল (URL), ফোন নম্বর ইত্যাদি ছবির আকারে এনকোড করে রাখা হয়। এটি প্রথম ডিজাইন করে জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি টয়োটার অধীনস্হ ডেনসো এবং তা পরে সারা জাপানে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।কূইক রেসপন্স কোডে সঙ্কেতাক্ষরে লেখা কোন তথ্য নির্দিষ্ট করে চারটি নমুনার ওপর ভিত্তি করে তৈরী হয়েছিল, সংখ্যাসূচক,বর্ণসূচক, বাইনারি (কম্পিউটার এর দ্বিপদ সংকেত বা মেশিন ল্যাঙ্গুয়েজ), কাঞ্জি (এক ধরণের জাপানি লিপিবিদ্যা যা চায়না থেকে গ্রহণ করা)। কুইক রেসপন্স কোড অটোমোবাইল কোম্পানিগুলো ছাড়িয়ে সাধারণ বারকোড ইউ.পি.সি বারকোড এল তুলনায় ব্যাপক জনপ্রিয় হবার কারণ হচ্ছে এটার দ্রুত তথ্য পুনরুদ্ধার করার ক্ষমতা আর অনেক বেশি আকারে তথ্য ধারণ ক্ষমতার জন্য। কুইক রেসপন্স কোড গঠিত হয় সাদা পটভূমিতে বর্গাকৃতির গ্রিড এ সুবিন্যস্ত কালো উপাদান (বর্গাকৃতির বিন্দু) দিয়ে যা পড়া যায় যে কোনো ধরনের ক্যামেরা দিয়ে। সারা পৃথিবীতে যদিও কুইক রেসপন্স কোড এর ব্যবহার এখনও সর্বজনবিদিত নয় তবে এই কোড দিয়ে অনেক ধরনের কাজই সহজে করা যেতে পারে। যেমনঃ ম্যাগাজিন বা বই এ বিঙ্গাপনের জন্য এর ব্যবহার করা যেতে পারে বা বিশেষ কোনো প্রমোশনাল অফার, বিলবোর্ড এর ব্যবহার হতে পারে যা ব্যবসার বিবরণ বা ধরন বর্ণনা করবে অথবা ঠিকানা এমনকি ভৌগোলিক স্থানাঙ্ক পাওয়ার জন্যও এটি ব্যবহার করা যেতে পারে। তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন Myformbd.Ga এর সাথে থাকুন।ধন্যবাদ । সময় পেলে আমার সাইটে একবার ভিজিট করে আসবেন।
2020ago [08-02-20 (02:39)]

About Author

admin
author

myfrom.Ga ad

No responses to জেনে নিন বার কোড এবং কিউ আর কোড এর সবকিছু !!!

    Be first Make acomment.

Leave a Reply

You must be logged into post a comment.
Myfrombd.Com Back to top
Myfrombd.Com Back to top